মেহেরপুর অফিস: মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক বিকাশে প্রতারনা ও ভুলক্রমে চলে যাওয়া ৪৩ হাজার টাকা এবং বিভিন্ন ব্রান্ডের হারিয়ে যাওয়া ১৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফেরত দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম বিকাশের মাধ্যমে ভুলক্রমে চলে যাওয়া ৫ জন ব্যক্তিকে সর্বমোট ৪৩ হাজার টাকা এবং বিভিন্ন ব্রান্ডের ১৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। জানা গেছে, হারিয়ে যাওয়া মোবাইল ও টাকার মালিকরা আবেদন করার পর পুলিশ সুপার মো. রাফিউল আলমের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জামিরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুরের চৌকস টিম মেহেরপুর জেলার বিভিন্ন থানায় জিডি এবং অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ভিকটিমদের নিকট থেকে প্রতারনার মাধ্যমে এবং ভুলক্রমে বিকাশে চলে যাওয়া ৫ জন ভিকটিমের সর্বমোট ৪৩ হাজার টাকা এবং হারিয়ে যাওয়া বিভিন্ন ব্রান্ডের ১৪ টি মোবাইল ফোন উদ্ধার করেন। উদ্ধারকৃত টাকা এবং মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকের নিকট ফেরত দেয়া হয়েছে। ভুক্তভোগীরা অত্যন্ত খুশি হয়ে বাংলাদেশ পুলিশ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মেহেরপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।