স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আলী হোসেনের বিরুদ্ধে ৮ম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে শ্রেণিকক্ষে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন শিক্ষক। পরে বাড়িতে গিয়ে বিষয়টি জানালে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করে পরিবারের লোকজন। তবে শিক্ষক আলী হোসেন বলেছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ভুল বোঝাবুঝি মাত্র।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানী চেষ্টার অভিযোগ তোলে অষ্টম শ্রেণির এক ছাত্রী। গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর বাড়ি গিয়ে বিষয়টি তার স্বামীকে জানায় ওই স্কুলছাত্রী। পরে স্কুলছাত্রীর পিতা গত ২৪ জুলাই রোববার শিক্ষক আলী হোসেনের শাস্তির দাবি জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন। আগামী শনিবার এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
ওই স্কুলছাত্রীর মা বলেছেন, সঠিক বিচার না হলে আমরা আইনের আশ্রয় নেবো।
শিক্ষক আলী হোসেন বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ভুল বোঝাবুঝি মাত্র। তাছাড়া শ্রেণিকক্ষে শতাধিক শিক্ষার্থী ছিলো, তেমন কিছু ঘটলে অন্যান্য ছাত্রছাত্রীরা নিশ্চয় এ বিষয়ে কিছু বলতে পারবে। বিদ্যালয়ের সভাপতি সন্নত আলি বলেছেন, ঘটনার সত্যতা পেলে অবশ্যই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।