আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীনবরণ জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে আনন্দঘন পরিবেশে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। এসময় তিনি বলেন, হারদী পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীন বিভিন্নমুখী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার সন্তানদের জন্য কর্মমুখী শিক্ষার সুবিশাল সুযোগ সৃষ্টি করেছে। এর মাধ্যমে দেশে বিদেশে কর্মক্ষেত্রে বিশাল বাজার খুব সহজেই এলাকার সন্তানরা লুফে নেয়ার সুযোগ পাবে। তিনি সারাদেশের মধ্যে হারদীতে সব ধরনের কর্মমুখী শিক্ষার সবচে বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি ছিলেন জোহা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, উপাধ্যক্ষ নিয়ামত আলী, এম এস কৃষি কলেজের অধ্যক্ষ আহসান আনিসুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ওমর খৈয়াম, নার্গিস ইসলাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ খান। সহকারী অধ্যাপক এ কে এম ফারুক ও ইন্সট্রাক্টর হাসিবুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর বেলাল হোসেন, সুজন প্রসাদ সাহা, স্মৃতিকণা দাস প্রমুখ। শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। আলোচনাসভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।