হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা হাটবোয়ালিয়া মাথাভাঙ্গা নদীর ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক আটকে ৬ ঘণ্টা পর হাটবোয়ালিয়া-আলমডাঙ্গা সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল রোববার ব্রিজ ভেঙে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বালু ভর্তি ট্রাকের চাকা আটকে যায়।
জানাগেছে, আলমডাঙ্গা হাটবোয়ালিয়া মাথাভাঙ্গা ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। ৩ জুলাই বেলা ১২টার দিকে বালু ভর্তি একটি ট্রাকের চাকা ব্রিজের ষ্টীলের পাত ভেঙে আটকিয়ে যায়। এতে যানচলাচল বন্ধ হয়ে যায় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। একারণে ভোগান্তিতে পড়ে হাটবোয়ালিয়া গাংনী বামুন্দী আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গা এলাকার সব পরিবহন। গতকাল রোববার দুপুরে হাটবোয়ালিয়া আলমডাঙ্গা সড়কের মাথাভাঙ্গা নদীর বেইলী ব্রীজের উপর এ ঘটনা ঘটে। আলমডাঙ্গা থেকে আসা বালু ভর্তি ট্রাক বেইলী ব্রিজের পশ্চিম পার্শ্বে আসা ষ্টীলের পাত ভেঙ্গে ট্রাকের পিছনের চাকা ভিতরে ঢুকে যায়। এতে দীর্ঘ ৭ ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন অত্র এলাকার যাত্রীবাহী বাস, ট্রাক, অটো, পূর্ণবাহীসহ সাধারণ মানুষ। হাটবোয়ালিয়ার এ সড়ক দিয়ে প্রত্যেকদিন পরিবহন ট্রাক অটোসহ এই বেইলী ব্রীজের উপর দিয়ে অন্যন্ত ১০০০ হাজার গাড়ী পারাপার হয়। এই বেইলী ব্রিজে ট্রাক আটকিয়ে যাওয়ার কারণে যানচলাচল তো দুরের কথা পায়ে হেটে চলাচল দু:সাধ্য হয়ে যায় এতে চরম ভুগান্তিতে পড়তে হয় হাটবোয়ালিয়া সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের। তবে এলাকাবাসীর দাবি নতুন ব্রিজ না হওয়া পর্যন্ত যেখানে ভাঙ্গাচুরা আছে সেগুলো তাড়াতাড়ি মেরামত করার দাবি জানান।