হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাঁটুভাঙ্গা গ্রামে সরকারি জমিতে গরুর খামার নির্মাণ করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে আলমডাঙ্গা সহকারী কমিশনারের ( ভূমি) হুমায়ুন কবীরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
জানা যায়, উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামের মৃত ফজলু জোয়ার্দ্দারের ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী সাজ্জাদ হোসেন সম্প্রতি সরকারি জমি দখল করে গরুর খামার নির্মাণ করেছেন। এ সংবাদ পেয়ে আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে সাজ্জাদ হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা ও সরকারি জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে ৭ দিনের সময়সীমা বেধে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলু ও ভাংবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মিজানুর রহমান।