হরিণাকু-ু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকু-ুতে কুমার নদীর পাড় ধসে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে কুমার নদীতে এ ঘটনা ঘটে। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো দুই বোন। মৃত শিশুরা হলো মামাতো বোন আরিফা খাতুন (৪) সে নিত্যানন্দপুর গ্রামের সাইফুল ইসলামের মেজো মেয়ে এবং অপর ফুপাতো বোন ইয়াসমিন আক্তার (৫) বাশুদেবপুর গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে। পুলিশ ও স্বজনরা জানায়, দুপুরে ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে আরিফা ও তার বোনের মেয়ে ইয়াসমিন খেলতে খেলতে নদীর পাড়ে যায়। এ সময় অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজা শুরু করে। একপর্যায়ে পানিতে তাদের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে স্বজনরা। দ্রুত হরিণাকু-ু উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে। হরিণাকু-ুু থানার চরপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ের অনুষ্ঠানে বরকে গোসল করানোর কাজে সবাই ব্যস্ত থাকার ফাঁকে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে হরিণাকু-ুু থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ