হিজলগাড়ী প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ও নবগঠিত নেহালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের কমিটি গঠন করা হয়েছে। হিজলগাড়ী বাজারে অবস্থিত তিতুদহ ও বেগমপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে যুদ্ধকালীন ৮নং সেক্টরের সাব কমান্ডার ওসমান আলীর সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে নজরুল ইসলামকে সভাপতি ও আনিছুর জামানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন শওকত আলী ও বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীরাম কুমার বিশ্বাস, সহ-সম্পাদক সোনা মিয়া ও মানিক হোসেন, অর্থ সম্পাদক আশরাফুল পারভেজ, দফতর সম্পাদক জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মিঠু, মুক্তিযোদ্ধা স্মৃতি রক্ষা সম্পাদক মালেক মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নওশেদ আলী, ত্রাণ বিষয়ক সম্পাদক আরজুল্লাহ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ