কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা-কুতুবপুর সড়কে সড়ক দুর্ঘটনায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরের দিকে কার্পাসডাঙ্গা-কুতুবপুর সড়কের বিশ্বাস মাদরাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের মৃত রতন শেখের ছেলে। নিহতের পরিবারের লোকজন জানান, দুপুরে ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গা বাজার থেকে বাড়ি আসছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। এসময় পেছন থেকে একটি পাউয়াট্রিলার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এসময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কার্পাসডাঙ্গার স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে আসে। পরে স্থানীয় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরিবারের লোকজন চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসার ১ ঘণ্টা পর বেলা ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মরদেহ বিকেল ৫টার দিকে মুন্সিপুর নিজ বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহিদুল সর্দ্দার। পারিবারিকসূত্রে জানাগেছে, আজ বুধবার সকালের দিকে মুন্সিপুর কবরস্থানে জানাজা শেষে মরদেহের দাফনকাজ সম্পন্ন করা হবে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ