স্মার্ট বাংলাদেশ গড়তে আগে শিক্ষকদের স্মার্ট হতে হবে
দামুড়হুদায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনাসভায় বাবু
দামুড়হুদা অফিস: দামুড়হুদায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা-স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই সেøাগানকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের দ্বিতীয় দিনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। গীতা পাঠ করেন দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নারায়ণ চন্দ্র পাল। পাওয়ার পয়েন্টের মাধ্যমে এক নজরে উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক চিত্র তুলে ধরেন উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হযরত আলী, আব্দুল করিম, কামাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়ামিন আলী, নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, ইফার উপজেলা সুপার ভাইজার মারিয়া মাহবুবা, আইন উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। মতামত তুলে ধরে বক্তব্য রাখেন দর্শনা পূর্ব রামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি নুরনবী ও সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। একসাথে ২৬ হাজার শিক্ষককে জাতীয়করণ করেছেন। শিক্ষকরা বর্তমানে সর্বনিম্ন ২২ হাজার এবং সর্বোচ্চ ৪৬ হাজার টাকা বেতন পাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে আগে শিক্ষকদের স্মার্ট হতে হবে।