স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই আ.লীগের লক্ষ্য

চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়নে কর্মীসভা ও গণসংযোগকালে আসাদুল হক বিশ্বাস

স্টাফ রিপোর্টার: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মীসভা ও গণসংযোগ অব্যহত রেখেছেন চুয়াডাঙ্গা  জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল রোববার বিকেলে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বুইচিতলা বাজারে গণসংযোগ ও কর্মীসভা, নীমতলা বাজারে গণসংযোগ এবং বালিয়াকান্দি গ্রামে গণসংযোগ ও কর্মীসভা করেন তিনি। গণসংযোগ ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই আওয়ামীলীগের লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প  নেই। দেশ সেই দিক থেকে এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, আজ গ্রামের কৃষকরাও ফোনের মাধ্যমে কৃষি বিষয়ক সেবা নিতে পারছেন। ডিজিটাল সেবা সেন্টার থেকে তারা দ্রুতই সেবা পাচ্ছেন। এর মধ্য দিয়ে সবক্ষেত্রেই আমরা এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশের জন্য প্রশিক্ষিত জনবল গড়তে সরকার ন্যানো টেকনোলজি বিষয়ক গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন, ইনকিউবিশন সেন্টার নির্মাণসহ নানা উদ্যোগ নিয়েছে। দেশের এই উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতের হিংসা হয়। তারা দেশের উন্নয়ন চায় না। তাই, বারবার ষড়যন্ত্র শুরু করে। আওয়ামীলীগের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র প্রতিহত করবো। আসাদুল হক বিশ্বাস আরও বলেন, আমি সারাজীবন আওয়ামীলীগের সাথে যুক্ত। আপনাদের ভোটেই তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আপনাদের দোয়া সমর্থন পেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি চুয়াডাঙ্গা-১ আসনে প্রার্থী। আমি আপনাদের সন্তান। আপনাদের সেবক হয়ে সেবা করতে চাই। আমি কাজের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই।

কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা শ্রমীকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক রাকিব আহম্মেদ জনি। বুইচিতলা বাজারে কর্মীসভায় পদ্মবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য পাপেল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি সেলিম মল্লিক সলিল, পদ্মবিলা ইউপি সদস্য হাসান, পদ্মবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা টুকু মিয়া, পদ্মবিলা ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, পদ্মবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সম্পাদক শরিফুল ইসলাম, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সলক মিয়া, পদ্মবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সহসভাপতি দবির উদ্দীন, পদ্মবিলা ইউনিয়নের প্রবীণ আওয়ামীলীগ নেতা আবুল ম-ল, পদ্মবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি মস্ত মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা শুকুর আলী, পদ্মবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক সুজন ম-ল প্রমুখ। বালিয়াকান্দি গ্রামে কর্মীসভায় পদ্মবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে ও জেলা কৃষকলীগের সহসভাপতি সেলিম মল্লিক সলিলের পরিচালনায় বক্তব্য রাখেন পদ্মবিলা ইউপি সদস্য শাহজালাল, প্রবীণ আওয়ামীলীগ নেতা সামসুর রহমান, রাহাত আলী মাস্টার, পদ্মবিলা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জানারদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের প্রমুখ।

গণসংযোগ ও উভয় স্থানের কর্মীসভায় আসাদুল হক বিশ্বাসের সফরসঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য অ্যাড. আব্দুল আলিম, পৌর কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক তারিক আজিজ নয়ন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য আকাশ মোল্লা, আলুকদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল রানা, আলুকদিয়া ইউনিয়ন শ্রমিক লীগ নেতা শফিকুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা সেলিম মিয়া, কালিদাসপুর ইউনিয় যুবলীগের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, পদ্মবিলা ৪নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মিয়া, প্রবীণ আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবু বকর মিয়া, আলমডাঙ্গা ৪নং ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান ফন্টু, চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসিউর রহমান প্রমুখ। এদিকে, গণসংযোগ ও কর্মীসভায় আসাদুল হক বিশ্বাস পৌঁছুলে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নানা রকম স্লোগানের মাধ্যমে আসাদুল হক বিশ্বাসকে স্বাগত জানান। নেতাকর্মীরা দেশ বিরোধী সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এক বিশেষ মিছিলও বের করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More