সুশিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে
চুয়াডাঙ্গার বিভিন্ন স্কুলে বিদায়-বরণ অনুষ্ঠিত : আলোচনাসভায় বক্তারা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ সালের এসএসসি পীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পৃথকভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। মনে প্রাণে দেশপ্রেম থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, জীবনে যত বড় দায়িত্বশীল হও না কেনো কখনো শিক্ষাগুরুদের অসম্মান করবে না। শিক্ষকদের প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করবে। তাহলেই মানুষ হয়ে জন্মগ্রহণ স্বার্থক হবে। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে নানারকম সুযোগ সুবিধা দিচ্ছে। শতভাগ শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার। অভিভাবকদেরও খোঁজখবর রাখতে হবে ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি।
চুয়াডাঙ্গায় সরকারি ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠাসে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) কবীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রভাতী ও দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, জেসমিন আরা খাতুন, সিনিয়র শিক্ষক মহসিন আলী, হাসানুজ্জামান, মুজিবুর রহমান, শাহজাহান আলী, ভোলানাথ ম-ল প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা ও রজনী।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (অপারেশন) শাফিউল আলম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ। সহকারী শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান, দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাহেব আলী, সাবেক মেম্বার লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ম-ল। অনুষ্ঠান শেষে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান মো. হযরত আলী গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি স্টিলের আলমারি প্রদান করেন।
অপরদিকে, দামুড়হুদার কুনিয়া চাঁদপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি দামুড়হুদা ইউপি মেম্বার আব্দুল আলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউপি মেম্বার কামরুজ্জামান, আশরাফুল আলম সুমন, কুনিয়া চাঁদপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসা সুপার মো. শামসুল আলম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদ। কুনিয়া চাঁদপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মজিবুল হকের সঞ্চালনায় এসময় অতিথি ছিলেন দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন আবু, আব্দুস সালাম, যুবলীগ নেতা আতিকুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফ আলী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী মো. আব্দুল্লাহ।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা। বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আকলিমা খাতুন, রাফিয়া খাতুন, জেসমিন আক্তার, শিরিনা খাতুন, মো. মহিবুল, জাহিদুল ইসলাম, শরীফ উদ্দিন, খায়রুল বাশার, শামীম হোসেন, ফরহাদ হোসে প্রমুখ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন শিক্ষক আকলিমা খাতুন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে গান, কবিতা, নৃত্য ও অভিনয় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুন্সিগঞ্জ একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ বিদায়-বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুলের সভাপতি আব্দুল হান্নান মাস্টার। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক আনারুল ইসলাম, ম্যানিজিং কমিটির সদস্য হেলাল উদ্দিন, সিদ্দিক আলী, সোহেল তিতুমীর, হাসান আলী, আজিবার রহমান, মজনু মিয়া, শিরিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিএসসি শিক্ষক আলামিন হক, সার্বিক পরিচালনায় ছিলেন সিনিয়র শিক্ষক নাসিমা খাতুন।
আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার বড়গাংনী নছরুল উলুম দাখিল মাদরাসায় নবীন বরণ দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে মাদরাসার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বড়গাংনী নছরুল উলুম দাখিল মাদরাসার প্রধান সুপার মো. মজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়াম্যান মুন্সি মো. এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন গাংনী ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়াম্যান আবু তাহের আবু, বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বশির উদ্দীন, বড়গাংনী নছরুল উলুম দাখিল মাদরাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে শামসুদ্দীন, মাজেদ আলী, মকবুল হোসেন, দিলু খা, ইলিয়াস হোসেন, ফয়েজ উদ্দীন, সহকারী শিক্ষক হাফেজ মাও. মো. সাইফুল কাজি, সহকারী সুপার সোলিমুল্লাহ, মোহাব্বত আলী, শামসুজ্জোহা, মোহর আলী, হাবিবুর রহমান, ইব্রাহিম বিডিআর, মাবিয়া মেম্বার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাও. মো. মিজানুর রহমান।