গাংনী প্রতিনিধি: স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে প্রতিবাদসভা করেছেন মেহেরপুরের গাংনী প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এ প্রতিবাদসভায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের ওপরে এ নির্যাতনের ঘটনা দুর্নীতিবাজদের দ্বারা দেশ ধ্বংসের চক্রান্তের বহিঃপ্রকাশ বলে মনে করেন সাংবাদিকরা।
অনুষ্ঠানে গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলীর সভাপতিত্বে ও সাংবাদিক মাজেদুল হক মানিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাবেক সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌলা রেজা, রাশেদুজ্জামান ও আকতারুজ্জামানসহ সাংবাদিকবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ