সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে চলেছে
কার্পাসডাঙ্গায় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে আজাদুল ইসলাম আজাদ
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ কার্পাসডাঙ্গায় আ.লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেছেন। গতকাল শনিবার বেলা ১২টার দিকে কার্পাসডাঙ্গা ফাঁড়ি মোড় প্রাঙ্গনে নেতাকর্মীদের সাথে তিনি মতবিনিময় করেন। পরে তিনি বাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় এবং আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অভাবনীয় উন্নয়নের চিত্র জনগণের মাঝে তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান। তিনি আরো বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে দেশ উন্নয়নের যে অগ্রযাত্রায় রয়েছে তা অব্যাহত রয়েছে। সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে চলেছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শহিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শওকত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক শিক্ষক আহম্মেদ আলী, আশাদুল হক, মো. বদর উদ্দিন, আতিয়ার রহমান, আশুব্বর রহমান বাবু, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, আশাদুল হক, ছাত্রলীগ নেতা রাসেল আহম্মেদ মিঠু, অনিক প্রমুখ। পরে তিনি কুড়ুলগাছি, মোক্তারপুর ও হাতিভাঙ্গায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।