সম্প্রীতি বজায় রেখে সকলকে ধর্মীয় উৎসব পালনের আহ্বান
চুয়াডাঙ্গার দর্শনা থানার অন্তর্গত বিভিন্ন পূজাম-প পরিদর্শনে ওসি
লাবলু রহমান: চুয়াডাঙ্গার দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর থানাধীন বিভিন্ন ইউনিয়নের পূজাম-প পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গভীররাত পর্যন্ত তিনি বিভিন্ন জায়গায় গিয়ে পূজাম-পের সার্বিক দিক খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট মন্দির কমিটির লোকজনের সাথে কুশল বিনিময় করেন। আগামীকাল শনিবার থেকে শুরু হওয়া হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাৎসব অনুষ্ঠিত হবে। পরিদর্শনের সময় তিনি বলেন মন্দিরগুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। পূজাম-পগুলো সিসিটিভির আওতায় থাকবে। একইসাথে প্রতিটি পূজাম-প পুলিশের নজরদারির আওতায় থাকবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি, এসবি ও অন্যান্য গোয়েন্দা বাহিনীর লোকজন মোতায়েন থাকবে। আপনারা নির্বিঘেœ ধর্মীয় উৎসব পালন করবেন। টহল জোরদার করা হয়েছে, যাতে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর সাহস না পায়। সম্প্রীতি বজায় রেখে সকলকে সাথে নিয়ে উৎসব পালন করবেন। এ সময় সাথে ছিলেন দর্শনা থানার সাব ইন্সপেক্টর শামীম হোসেন, স্বপন কুমার, ডিএসবি সদস্য কামাল হোসেন, ইউপি সদস্য জিল্লুর রহমান জুয়েল, পূজাম-প কমিটির নিতাই পাল, উত্তম পাল, অনাদি পাল। এ সময় তিনি বেগমপুর, নেহালপুর, তিতুদহ গড়াইটুপি এলাকার প্রত্যেকটি পূজাম-প পরিদর্শন করে আইনথশৃঙ্খলা বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।