ভ্রাম্যমাণ প্রতিনিধি: গতকাল সকাল ১০টায় আলমডাঙ্গা পুরাতন বাজারে শিববাবুর চাতাল মাঠে সনাতন ধর্মের নতুন রথ তৈরির কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করলেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গণু। প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হচ্ছে এই রথ। স্বর্গীয় রাম কুমার ভৌমিক আলমডাঙ্গাতে প্রথম সনাতন ধর্মের এই রথযাত্রা প্রথা প্রচলন করেন, পরবর্তীতে তার দুই সন্তান স্বর্গীয় হনুমান প্রসাদ ভৌমিক ও সবীন নারায়ণ ভৌমিক এ প্রথা চালু রাখেন; যার ধারাবাহিকতায় এখনো পর্যন্ত এটা অব্যাহত রয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন রথ পরিচালনা কমিটির সভাপতি সুশীল বাবু, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, হিন্দু নেতা ও ৪নং আওয়ামী লীগের সভাপতি কালু ঘোষ, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক কাজী রবিউল হক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মাজেদ ভুইয়া, রথযাত্রা কমিটির সাধারণ সম্পাদক নয়ন সরকার, ক্যানেল পাড়া দুর্গা মন্দির কমিটির সভাপতি দীপ্তি বাবু, কলেজপাড়া দুর্গা মন্দির কমিটির সহ-সভাপতি রাম রাধা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের পৌর শাখার সহ-সভাপতি মদন কুমার সাহা, জয়দেব কুমার সাধু খা, বিপুল সাহা, তন্ময় দত্ত, বাপ্পি বিশ্বাস, কৃষ্ণা শর্মা, রতন কুমার বিশ্বাস, ঋত্বিক ঘোষসহ হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান আগামী ১ জুলাই আলমডাঙ্গা তে রথযাত্রা অনুষ্ঠিত হবে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ