কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া প্রথম ছাত্রী ও সদাবরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা ১ সন্তানের জননী রেবেকা সুলতানার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস রহমানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা আশরাফ আলী, শিক্ষক রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন, আব্দুল হামিদ, মুস্তাক আহম্মেদ, মাসুম রেজা, নার্গিস বেগম, আবু বক্কর সিদ্দিক, মাসুম রেজা, শাহারুল ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, তরুণ সমাজসেবক ও প্রভাষক জাহাঙ্গীর আলম, আব্দুস সাত্তার, আব্দুল গনি মেম্বার, শাহিনসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষিকা রেবেকা সুলতানা গত সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া প্রথম ছাত্রী। তাছাড়া বিদ্যালয়ের প্রথম এসএসসি ব্যাচের পরীক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন। রেবেকা সুলতানার স্বামী জাহাঙ্গীর আলম ফুলবাড়ি কমিউনিটি ক্লিনিক হেলফ প্রোভাইডার হিসেবে কর্মরত আছেন।