সকল নাগরিকের করোনা ভ্যাকসিন নিশ্চিতে কাজ করছে সরকার
দামুড়হুদায় স্বাস্থ্যকেন্দ্রে এসি ও কৃষি-মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে এমপি টগর
দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর বলেছেন, বর্তমান সরকার দেশের সকল নাগরিককে করোনা ভ্যাকসিন প্রদানে বদ্ধ পরিকর। এজন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে করোনা প্রতিশোধক ভ্যাকসিন আমদানী অব্যাহত রেখেছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে দামুড়হুদা ফায়ার সার্ভিস অফিসে একটি ফ্রিজ ও উপ-স্বাস্থ্যকেন্দ্রে একটি এসি ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করেন এমপি টগর। এছাড়াও কৃষি, মৎস্য চাষিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হাজি আলি আজগার টগর আরও বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। দেশের সকল নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে নিরলস ভাবে কাজ করে চলেছেন। ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলা করছে। বিভিন্ন দেশ থেকে উন্নত মানের ভ্যাকসিন আমদানি করে বয়স্কদের মাঝে টিকাদান অব্যাহত রেখেছে। এখন শিক্ষার্থীদের মাঝেও টিকাদান চলছে। তিনি আরও বলেন, সরকার কৃষকদের বিভিন্ন ধরণের বীজ, সার ম্যাশিনারিজ সহ অন্যান্য জিনিসপত্র বিনামূল্যে বিতরণ অব্যাহত রেখেছেন। এছাড়াও মাছের উৎপাদন বৃদ্ধিতেও সরকার কাজ করছে।
দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, পারকৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলীসহ উপজেলার সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।