শৈলকুপায় মৌমাছির হুলে মৌয়ালের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাকুড়েডাঙ্গা গ্রামের মৌয়াল জুয়েল রানা (২৫) বুধবার মৌমাছির কামড়ে মারা গেছেন। তিনি কাকুড়েডাঙ্গা সরকারি আবাসনের বাসিন্দা ও হাটফাজিলপুর গ্রামের রাকিব উদ্দিনের ছেলে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডা. আল মামুন জানান, গতকাল বুধবার সকালে তিনি একটি দেবদারু গাছে উঠে মৌচাক থেকে মধু সংগ্রহ করছিলেন। এসময় মৌচাকের মৌমাছিরা তাকে কামড় (হুল ফুটাতে) শুরু করে। মৌমাছির কামড় থেকে রক্ষা পেতে গাছ থেকে নামার সময় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনি মারা যান।