ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বালু বোঝাই একটি ট্রাক ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। গতকাল শনিবার ভোর রাতে শৈলকুপা উপজেলার খুলুমবাড়ীয়া-চরপাড়া নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ব্রিজ ভেঙে প্রধান খালে মধ্যে পড়ে যায়। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দুই পাশের কমপক্ষে ২০ গ্রামের মানুষের। জানা যায়, সাধুহাটী-চামটিপাড়া মোড় থেকে খুলুমবাড়িয়া বাজারে যাওয়ার একমাত্র রাস্তা এটি। পানি উন্নয়ন বোর্ডের খালের ওপর ব্রিজটি ব্রিটিশ আমলে নির্মাণ হয়েছিলো। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিলো। রাস্তা ভুল করে বালু বোঝায় একটি ট্রাক লাঙ্গলবাঁধ যাওয়ার জন্য এ রাস্তায় যেয়ে ব্রিজের ওপর উঠলে ব্রিজটি ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এতে চরপাড়া, খুলুমবাড়ীয়া, মাদলা, নাদপাড়া, হাকিমপুর ও নলখোলাসহ ২০টি গ্রামের মানুষের থানা সদরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এখন এলাকার মানুষের থানা সদরের সঙ্গে যোগাযোগ করতে প্রায় ৫০ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছে। এলাকাবাসী ইসলাম মিয়া জানান, বালু বোঝায় ট্রাকটি লাঙ্গলবাধ যাওয়ার উদ্দেশে রাস্তা ভুল করে ব্রিজ পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে আমরা মারাত্মক ভোগান্তিতে আছি। একই সঙ্গে স্কুলে যেতে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। বালু বোঝায় ট্রাক পার হতে গিয়ে ব্রিজটি ভেঙে যায়। যতদ্রুত সম্ভব ব্রিজটি পুননির্মাণ করা যায় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করবো। তিনি আরও বলেন, ট্রাকটি সরানোর ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।