ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বরদহ গ্রামে বোনের বাড়ি বেড়াতে এসে খেলার সাথীদের সাথে গোসল করতে গিয়ে কুমার নদে ডুবে লামিয়া (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সাধুখালী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং সাধুখালী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিলো। শৈলকুপা থানার ওসি তদন্ত মহসিন হোসেন জানান, দুপুরে বাড়ির পাশে সমবয়সী খেলার সাথীদের সাথে কুমার নদে গোসল করতে যায় লামিয়া। সাঁতার কাটার সময় হঠাৎ সে নিখোঁজ হন। তার সাথে থাকা অন্য সাথীরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে ভাসতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ