মেহেরপুর অফিস: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে পৌরসভার হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজেদুর রহমান সাজুর সঞ্চালনায় এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা হিলন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মেজবাহউদ্দিন, জেলা যুবলীগের সদস্য আমানুর রহমান সোহেল, ইউনুস আলী, মাহাবুব হোসেন ডালিম, সাইফুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল হোসেনসহ জেলা যুবলীগের নেতাকর্মীরা। পরে সেখানে দোয়া ও মোনাজাত করা হয়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ