লোক দেখানো নেতাদের ঐক্যের চেয়ে কর্মীদের ঐক্যই বড় শক্তি
দামুড়হুদায় আওয়ামী লীগের মতবিনিময়সভায় আজাদুল ইসলাম
দামুড়হুদা অফিস: আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে দামুড়হুদায় আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় ডাকবাংলো চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ। তিনি বলেন, জামায়াত-বিএনপির নৈরাজ্য রুখে দিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। দামুড়হুদা সদর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, লোক দেখানো নেতাদের ঐক্যের চেয়ে কর্মীদের ঐক্যই বড় শক্তি। জননেত্রী শেখ হাসিনা সারাদেশে উন্নয়ন করেছেন তা জনগনের মাঝে তুলে ধরতে হবে। পদ্মা সেতু তৈরী করেছেন। রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, কর্ণফুলি টালেনসহ অসংখ্য বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছেন। বয়ষ্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, মুক্তিযোদ্ধাভাতা, মাতৃত্বকালীনভাতা থেকে শুরু করে সামাজিক অসংখ্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। তাই আমাদের আর ঘরে বসে থাকা সমুচীন হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনগুলোতে জামায়াত-বিএনপির নৈরাজ্যকে প্রতিহিত করতে হবে। আগামীকাল থেকেই প্রতিটি ইউনিয়নে মতবিনিময়সভা করতে হবে। ইউনিয়ন পর্যায়ের পর প্রতিটি ওয়ার্ডে মিটিং করতে। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না বলেই আমি বিশ্বাস করি। দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি সহিদুল ইসলাম, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান হযরত আলী, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক, দর্শনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবু সাঈদ হাসান, আওয়ামী লীগ নেতা অ্যাড. আবু তালেব, চুয়াডাঙ্গা জেলা সিবিএ সভাপতি ফজলুর রহমান, দামুড়হুদা উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজি আব্দুল কাদির, উপজেলা যুবলীগ নেতা মহাসিন আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, শামসুল মেম্বার, আব্দুল হামিদ, আশরাফ আলী আশু, সাকের আলী, যুবলীগ নেতা হযরত আলী, জাহাঙ্গীর হোসেন, জমাত আলী, হাফিজুর রহমান, বুলবুল আহম্মেদ, সাবেক ছাত্রলীগ নেতা হাতেম আলী, ছাত্রলীগ নেতা এমএ করিম, শাহীন মোল্লা, আরজু আহম্মেদ রাকিব, সাইদুর, স্বপন, সোহেলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।