পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ি বাজারে দুব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে দুব্যবসায়ীকে জরিমানা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ড্রাগ লাইসেন্সের মেয়াদ না থাকায় হিজলগাড়ি বাজারের হাসান পোল্ট্রি ফিডের মালিক মো. হাসানকে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮(গ) ধারায় চার হাজার টাকা এবং ট্রেড লাইসেন্স না থাকায় গার্মেন্টস ব্যবসায়ী লোকমান হোসেনকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯ ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ের ইজিবাইকে রং করার নিদের্শনা বাস্তবায়নের তদারকি করেন ইউএনও। যাদের এখনও বাকী আছে তাদের দ্রুত সময়ে রং করার জন্য নির্দেশ দেন তিনি। সাথে উপস্থিত থেকে সহযোগিতা করেন পেশকার সোবহান আলী ও আরমান আলী।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অব্যাহত
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ