আলমডাঙ্গা ব্যুরো: লাইসেন্সবিহীন ব্যবসা করা ও ফ্রী স্যাম্পল বিক্রির দায়ে আলমডাঙ্গার নতুন বাসস্ট্যান্ড মার্কেটের সোহান ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ১৭ অক্টোবর শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করেন।
জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবীরের নেতৃত্ব ১৭ অক্টোবর শনিবার ভ্রাম্যমাণ আদালত আলমডাঙ্গার নতুন বাসস্ট্যান্ড মার্কেটের সোহান ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন। ওই সময় ফার্মেসির মালিক ব্যবসার লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। এছাড়া চিকিৎসকের ফ্রী স্যাম্পলও উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ফার্মেসির মালিক ফরিদপুর গ্রামের নাসির উদ্দীনকে ৪ হাজার টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর জানান, ১৯৪০ সালের ড্রাগ আইনের ১৮(ক) এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারায় ওই জরিমানা আদায় করা হয়েছে।