র্যাবের অভিযানে দর্শনা জয়নগরের মজিদ গাঁজাসহ আটক
বেগমপুর প্রতিনিধি: ঝিনাইদহ র্যাব চুয়াডাঙ্গার দোস্ত গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে গাঁজাসহ দর্শনা জয়নগর গ্রামের আব্দুল মজিদকে আটক করেছে। আটককৃত মজিদকে মালামালসহ দর্শনা থানায় সোপর্দ করেছে র্যাব।
ঝিনাইদহ র্যাব-৬’র কোম্পানী কমা-ার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল গতকাল শনিবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা থানাধীন দোস্ত গ্রামের আমতলামোড় নামক স্থানে। এ সময় র্যাব সন্দেহজনকভাবে গ্রেফতার করে দর্শনা জয়নগর গ্রামের মৃত দাউদ শেখের ছেলে আব্দুল মজিদকে (৪২)। র্যাব আটককৃত মজিদের দেহ তল্লাসি করে উদ্ধার করেন ২ কেজি গাঁজা। আটককৃত মজিদকে মালামালসহ দর্শনা থানায় সোপর্দ করেছে র্যাব।