স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ‘প্রিয় শহর চুয়াডাঙ্গা’র ফটোকন্টেস্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে দামুড়হুদার হেঁসেলঘর ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এমএ রাজ্জাক খান রাজের পক্ষ থেকে মানবিক ফাউন্ডেশন প্রিয় শহর চুয়াডাঙ্গা আয়োজনে ফটোকন্টেস্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যুবলীগ নেতা ফয়সাল বিশ্বাস অন্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জীবন আহমেদ শামীম, প্রিয় শহর চুয়াডাঙ্গা গ্রুপের অ্যাডমিন যুবরাজ, মৌটুসি আক্তার মৌ, জুলেখা আক্তার, মডারেটর শাহিন আলম, হাসান, ইমন, সজীব, সানজিদা, মামুন প্রমুখ। প্রধান অতিথি ফয়সাল বিশ্বাস অন্তর বলেন, তোমরা মানবিক ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছো। তোমরাই আগামীর ভবিষ্যৎ। ভালো কাজের মাধ্যমে চুয়াডাঙ্গাকে সারাবিশ্বের কাছে তুলে ধরতে হবে। আমরা সবসময় তোমাদের পাশে আছি এবং আগামীতেও থাকবো।
বিশেষ অতিথি জীবন আহমেদ শামীম বলেন, স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে তোমাদের মানবিক ফাউন্ডেশন প্রিয় শহর চুয়াডাঙ্গার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। তোমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাও। তোমাদের পাশে আছে জননেতা এমএ রাজ্জাক খান রাজ। চুয়াডাঙ্গা সার্বিক উন্নয়নে রাজ্জাক খান রাজ যেভাবে কাজ করে চলেছেন অবশ্যই তিনি প্রশংসার দাবিদার। সবরকম সহযোগিতা করবে আমার নেতা এমএ রাজ্জাক খান রাজ। মানবিক ফাউন্ডেশন প্রিয় শহর চুয়াডাঙ্গা একদিন বাংলাদেশের একটি জনপ্রিয় মানবিক ফাউন্ডেশন হিসেবে পরিচিত পাবে।