আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার বাঁশবাড়িয়ায় নাছিমা খাতুন নামের অন্তঃসত্ত্বা পুত্রবধূ নির্যাতন মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার যৌতুকের দাবিতে নির্যাতনকে মুখে বিষ ঢেলে হত্যা করেছে বলে স্বজনদের অভিযোগ তোলা হয়েছে। নাছিমা খাতুন বাঁশবাড়িয়া গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী এবং গাংনী ইউনিয়নের সাহেমপুর গ্রামের শাহিবুল ইসলামের মেয়ে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মাঝেরপাড়ায় আলমঙ্গীর হোসেনের ছেলে রাশিদুল হোসেনের সাথে গাংনী ইউনিয়নের সাহেবপুর গ্রামের মাঝের পাড়ার শাহিবুল ইসলামের মেয়ে নাছিমা খাতুন ওরফে নছিমন এর সাথে পারিবারিক মতে তাদের বিয়ে হয়। তাদের ৭ বছরের একটি সন্তান আছে এবং বর্তমানে নাছিমা খাতুন ৫ মাসের অন্তঃসত্ত্বা। এ বিষয়ে নাছিমা খাতুনের বড়ভাই সাবলু রহমান বলেন, রাশিদুল ইসলাম ৬ দিন আগে আমার বোনকে মারপিট করে। আমরা খবর পেয়ে তাদের বাড়িতে যায়। এ সময় রাশিদুল মোটরসাইকেল কিনবে ২ লক্ষ টাকার দাবি করে। আমরা এক লাখ ২০ হাজার টাকা দিতে রাজি হয়ে ১৫ দিন সময় নিয়েছি। সময় নেয়ার ৫ দিনের মাথায় বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে খবর পাই আমার বোন বিষ খেয়েছে। আমরা তাদের বাড়িতে যেয়ে জানতে পারি আমার বোনকে রাশিদুল তার মা ও বোন মিলে মারপিট করে পরে মুখে বিষ ঢেলে দিয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ