যে বন্ধুরা আমাকে ভুলতে পারেনি সেই বন্ধুদের আমি কিভাবে ভুলে থাকতে পারি
ফরিদপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার সরোজগঞ্জের কৃতিসন্তান শাহজাহান সাজুকে সংবর্ধনা
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের উদ্যোগে ফরিদপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার সরোজগঞ্জের কৃতিসন্তান শাহজাহান সাজুকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১১টায় শলক মার্কেট চত্বরে সংবর্ধনা প্রদান করা হয়। সভাপতিত্ব করেন শম্ভুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি ফরিদপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার শাহজাহান সাজু। অনুষ্ঠানে এসপি শাহজাহান সাজু বলেন, বন্ধুদের ভালোবাসায় আমি মুগ্ধ। সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আমরা একসাথে পড়াশুনা করেছি। আমাদের আগে পরে অনেক ব্যাচ বের হয়েছে। আমার মতো ছোট একটা মানুষ আমার বন্ধুরা আজো ভুলতে পারেনি, আমিও ব্যক্তিগতভাবে আমার বন্ধুদের ভুলে থাকতে পারি কিভাবে। তাদের আপদে বিপদে যখন আমাকে শরণ করবে আমি তখনি তাদের ডাকে সাড়া দিতে প্রস্তুুত। তিনি আরও বলেন, আমার নতুন কর্মস্থলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি; সেই দোয়া আর্শীবাদ করবে এ কামনা করি। আর সবার জন্য দোয়া করি সুস্থতার সাথে আল্লাহু তালা আমাদের সকলকে ভালো রাখুক। অতিথি ছিলেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলি আমম্মেদ হাসানুজ্জামান মানিক। ১৯৯২ ব্যাচের মেহেরপুর সদর হাসপাতালের ডা. আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, এসআই আব্দুর রাজ্জাক, উপসকারি ভূমি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আত্মবিশ্বাসের ম্যানেজার জহুরুল ইসলাম, গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সিনিয়র অফিসার দেলোয়ার হোসেন লাভলু, এএসআই মোহাম্মদ আলী, ফারুক হোসেন, বদর উদ্দিন, আব্দুর রহমান, জহিরুল ইসলাম, আব্দুল আওয়াল, আকরাম হোসেন, হারুন অর রশিদ, তারিক হাসান, আব্দুল মজিদ, শরিফুল ইসলাম, ডা. এসআই রেজা, শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, আহসান হাবিব লাল্টু, গোলাম মোস্তফা, শরিফুল ইসলাম, ইমরান হোসেন, সাইফুল ইসলাম, আব্দুর শুকুর, আহসান কবির, রেজাউল করিম, কামরুজ্জামান, সাইফুল ইসলাম, সাইদুর রহমান লাল্টু, মনিরুজ্জামান, আরিফুর রহমান, মজিবুল হক বকুল, মিজানুর রহমান মিজান, আশাদুল হক, নুরুল ইসলাম, মজনুর রহমান, জাকির হোসেন, ইসমাইল হোসেন, জাকির হোসেন, রবিউল ইসলাম, হাতেম আলী, হামিদুল ইসলাম, আনিচুর রহমান, মহিদুল ইসলাম, হায়দার আলী, জহুরুল ইসলাম, মোস্তাকিন জোয়ার্দ্দার বুদো, ছানোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, ছাব্দার আলী, আবু সাঈদ, আলতাফ হোসেন, সহিদুল ইসলাম, সেলিম রেজা, খবির উদ্দিন, আবুল হোসেন, আনান্দ কুমার, আজিজুল হক আঙ্গুর প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আফজালুর রহমান খোকন।
উল্লেখ্য শাহজাহান সাজু ১৯৯২ সালে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। গত ২০২০ সালের ১০ ডিসেম্বর পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান।