যশোরে মাদক ব্যবসায় বাধা দেয়ায় দুই ভাই হতাহত

যশোর প্রতিনিধি,

অনলাইন ডেস্ক: যশোর সদর উপজেলায় মাদক ব্যবসায় বাধা দেয়া নিয়ে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুই সহদর হতাহত হয়েছে।  এ ঘটনায় সাব্বির আহমেদ রাসেল (২৭) নামে এক ভাই নিহত ও অপর ভাই আল আমিন (২৫) গুরুতর আহত হয়েছেন। আল আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া শ্মশান পাড়ায় ঘটনাটি ঘটে। তারা একই এলাকার আব্দুল সালেক আলীর ছেলে। নিহত সাব্বির আহমেদ রাসেল জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হতাহতদের পিতা আব্দুল সালেক জানান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহীদের অনুসারীরা গ্রামে বিভিন্ন সময় মাদকের ব্যবসা করতো। কিন্তু সাব্বির বিভিন্ন সময় তাদেরকে বাধা দিলে স্থানীয় পিচ্চি বাবু, শামিরুল, সোহাগসহ আরো ১০-১২ জন তাদের দুই ভাইকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে রাসেল মারা যায়। আল আমিন চিকিৎসাধীন রয়েছে তার অবস্থাও সঙ্কটাপন্ন। তিনি আরো জানান,মাদক ব্যবসায় বাধা দেয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এই চক্রটি এর আগে ২০১৯ সালের ১২ই জুন রাসেলকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে বোমা হামলা চালায়।

 

সম্পাদনায়, আলম আশরাফ

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More