মৌচাকে ঢিল : মৌমাছির কামড়ে পরিবারের চার সদস্য হাসপাতালে
স্টাফ রিপোর্টার: বাড়ির পাশেই গাছে মৌচাক। কে বা কারা সেই মৌচাকে ঢিল ছুঁড়ে মারে। এতেই বাধে বিপত্তি। মৌমাছির পাল ক্ষিপ্ত হয়ে পাশের বাড়ির লোকজনের উপর আক্রমন করে। এতে মৌমাছির কামড়ে স্বামী-স্ত্রীসহ দুই ছেলে-মেয়ে আহত হয়েছেন। প্রতিবেশীরা তাদের চিৎকারে ছুটে এসে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। গতকাল সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেয়ার বটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের মৃত শহিদুর রহমান জোয়ার্দ্দারের ছেলে তৌমুর জোয়ার্দ্দার (৪৫), তার স্ত্রী মুন্নি খাতুন (৪০) মেয়ে নাভিহা খাতুন (১৭) ও ছেলে জাহিন হাসান (১২)। আহতরা বলেন, গতকাল সকালে বাড়ির চার সদস্য উঠানে কাজ করছিলাম। এসময় বাড়ির পাশে গাছে থাকা মৌচাকে কে বা কারা ঢিল মারে। এতে মৌমাছির পাল বাড়িতে উড়ে এসে উপস্থিত পরিবারের চার সদস্যকে কামড়াতে শুরু করে। এসময় আমাদের চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা ছুটে আসে। পরে আমাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। এছাড়াও কয়েকজন পথচারীরাও মৌমাছির কামড়ের শিকার হয়েছেন বলে জানান তিনি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, আহতদের অবস্থা শঙ্কামুক্ত, তাদের শরীরের বিভিন্ন স্থানে মৌমাছির কামড়ের আলামত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।