মোবাইলফোনেই মিলবে চিকিৎসক বিষয়ক সকল তথ্য

চুয়াডাঙ্গা ডক্টরস’ অ্যাপসের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার: All The Doctors Are Hear সেøাগানে ‘চুয়াডাঙ্গা ডক্টরস (chuadanga doctors) ‘ নামে একটি মুঠোফোন অ্যাপসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অ্যাপসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে অ্যাপসটির উদ্বোধন করেন। অ্যাপসটির নির্মাতা কলেজছাত্র মাহবুবুজ্জামান রিয়াদ। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের আব্দুর রহিম ও মাহমুদা আক্তার দম্পতির একমাত্র সন্তান এবং ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে স্নাতক প্রথম বর্ষের ছাত্র ।

মাহবুবুজ্জামান জানান, অ্যাপসটি ইতিমধ্যে প্লে স্টোরে আপলোড করা হয়েছে। সদর উপজেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদেরকে খুব সহজেই খুঁজে পাওয়ার মাধ্যম হিসেবে কাজ করবে এই অ্যাপস। তিনি বলেন, ‘রোগী বা তাদের স্বজনেরা নিজেদের চাহিদা অনুযায়ী ডাক্তার বেছে নেয়াসহ চিকিৎসা নিতে পারবেন। আগামীতে জেলার সকল চিকিৎসককে এই তালিকাভুক্ত করা হবে।’

উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপপরিচালক সোহায়েল হোসাইন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আওলিয়ার রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন এবং মাহবুবুজ্জামানের বাবা আব্দুর রহিম, মামা সাবেক ব্যাংকার মনিরুজ্জামান, শিক্ষক আব্দুস সামাদ ও নাজমুল হুসাইন উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More