মেহেরপুর অফিস: মেহেরপুরে হেরোইন খাওয়ার অভিযোগে মো. জহুরুল ইসলাম (৪২) নামের এক মাদকসেবীর ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ও একশ’ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ায় মোবাইলকোর্ট বসিয়ে তাকে ওই সাজা ও অর্থদণ্ড দেয়া হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুনের মোবাইলকোর্ট পরিচালনা করেন। দ-িত জহিরুল ইসলাম মেহেরপুর শহরের পোস্ট অফিস পাড়ার মিয়ারুল ইসলামের ছেলে।
জানা গেছে, জহিরুল ইসলাম হেরোইন সেবনের কথা স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (৫)ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদ- এবং জরিমানা দ- আরোপ করা হয়। মোবাইলকোর্ট পরিচালনার সময় অন্যান্যের মধ্যে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল হাশেম সেখানে উপস্থিত ছিলেন।