গাংনী প্রতিনিধি: অভিনব কায়দায় ব্যবসায়ীর কাছ থেকে অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে সটকে পড়েছে প্রতারক। গতকাল শনিবার বেলা ২টার দিকে গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজারে এ ঘটনা ঘটে।
পুরাতন মোটরসাইকেল বিক্রেতা ও মেকার আতিয়ার রহমান জানান, দুপুরের দিকে ক্রেতা সেজে এক প্রতারক দোকানে আসে। নিজের নাম বিপ্লব পরিচয় দিয়ে তার বাড়ি হেমায়েতপুর গ্রামে বলে জানায় সে।
পরে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল চালিয়ে দেখার নাম করে নিয়ে পালিয়ে যায়। পরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সে আর ফিরে আসেনি। পরে বিষয়টি গাংনী থানা পুলিশের কাছে জানানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ