মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের উদ্যোগে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল আটক এবং মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। মেহেরপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট পবিত্র বিশ্বাসের নেতৃত্বে অভিযানে ১১ টি মোটরসাইকেল ধরে কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় হেলমেট বিহীন গাড়ি চালানোসহ মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ২টি মোটরসাইকেল আটক করা হয়। এবং ২টি মামলা দায়ের করা হয়। অভিযানে অন্যদের মধ্যে টিএসআই মোকাররম হোসেন, এটিএসআই জাহাঙ্গীর হোসেন, জালাল উদ্দিন, এস আই জিল্লুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ