মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে মেহেরপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক নুরুল গনি, নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারকারীরা উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এদিন পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।