মেহেরপুর অফিস: ধর্ষণের মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন করেছেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ময়ামারী গ্রামবাসী। ওই গ্রামের বিধবা ফিরোজা খাতুন ৪ স্কুলছাত্রের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করায় গ্রামবাসী ফুঁসে ওঠে এবং প্রতিবাদে মানববন্ধন করেছেন তারা। গতকাল শুক্রবার সকালে মেহেরপুর-মহামারী সড়কের পাশে মানববন্ধন করে গ্রামবাসী। মানববন্ধনে মহামারী গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ইউপি সদস্য মিয়ারুল ইসলাম, শাহাবুদ্দিন আলী প্রমুখ বক্তব্য রাখেন।
জানা গেছে, মহামারী গ্রামের মরহুম মিজানুর রহমানের স্ত্রী ফিরোজা খাতুন বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে মর্মে ওই গ্রামের শান্ত, সাজু, তারেক ও মফি নামের ৪ স্কুলছাত্রের বিরুদ্ধে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন দাখিল করেছেন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ