কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের বোয়ালমারী গ্রামে চুরির অপবাদ দিয়ে শিশুকে মানষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, গতকাল রোববার বেলা ৩টার দিকে বোয়ালমারী গ্রামের পশ্চিমপাড়ায় আকবার আলীর ছেলে রিপনের বাড়িতে প্রবেশ করে একই গ্রামের লাল্টুর ছেলে শিশু যুবায়ের (১০)। এ সময় রিপনের স্ত্রী তাকে ঘরের ভেতর চুরির অভিযোগ তুলে আটকে রাখে। রিপন জানান, ছোট হলেও চুরি করে বেড়ায় সে। এর আগেও সে টাকা চুরি করেছে আমার বাড়ি থেকে। আজ চুরি করতে গিয়ে ধরা পড়েছে। নাটুদাহ ইউপি মেম্বার ছানারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, এর আগেও ওই বাড়ি থেকে টাকা চুরি হয়েছিলো এবং যুবায়েরের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছিলো। আমরা বসে উভয়পক্ষের সম্মতিতে মীমাংসা করে দিয়েছি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ