মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে মেহেরপুর ভৈরব নদে দুয়ারী জাল দিয়ে মাছ ধরার সময় ৫০ পিস জাল জব্দ শেষে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর ভৈরব নদের পন্ডেরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপনের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামানের নেতৃত্বে ভৈরব নদের প-েরঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনাকালে ওই ৫০ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে অন্যান্যের মধ্যে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মীর মো. জাকির হোসেন সেখানে উপস্থিত ছিলেন।