মেহেরপুর অফিস: মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি এবং বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলের দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়মাঠে ওই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে (শীতবস্ত্র) কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, সহ-সভাপতি রাহিনুজ্জামান পলেন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরোন প্রমুখ।
পরে সেখানে ৬শ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুর নেছা লতা, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, শহর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল রুনু, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক মতিয়ার রহমান প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।