মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বুড়িপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আব্বাস উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল। এতে প্রধান বক্তা ছিলেন বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান মতি। বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সানোয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক ওয়াসিম আলী। সম্মেলনে বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন হোসেন, মফিজুর রহমান, শাহিন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আনিসুর রহমানকে সভাপতি এবং তানজিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে বুড়িপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ