মেহেরপুর অফিস: বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে দুধ ও টি-শার্ট বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে মেহেরপুর সুইট বুদ্ধি প্রতিবন্ধী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুধ ও টি-শার্ট বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুইট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।