মেহেরপুর অফিস: মেহেরপুর বিসিক শিল্প নগরী এলাকার মেসার্স মোমিনুল ম্যানুফ্যাকচারিং কোম্পানির কারখানায় চুরি হয়েছে। গত পরশু রোববার দিনগত রাতের কোন এক সময় সঙ্গবদ্ধ চোরের দল এ চুরির ঘটনা ঘটায়।
জানা গেছে, রোববার রাতের কোন এক সময় মেসার্স মোমিনুল ম্যানুফ্যাকচারিং কোম্পানির কারখানার পিছনের পাচিল টপকে চোরের দল ভেতরে প্রবেশ করে কারখানার একটি দরজা ফাঁক করে ভেতরে প্রবেশ করে। এ সময় ভেতরে রাখা কাটার মেসিন ১টি, লোহার প্লেন সিট ৪টি, বিভিন্ন ফিল্টার তৈরির ডাইস ১৭সেট, রেন্স ১২টি, ক্লাম ২০সেট, ওজন মাপা মিটার ১টি, কাটিং পাংসন ৭০ সেট, নাট বোল্ট ২০সেট, বিয়ারিং কোন ২০ সেটসহ প্রায় ২৫-৩০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। কারখানার মালিক মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, আগের দিন কারখানা বন্ধ করে বাড়ি চলে যায় সবাই। সকালে কারখানার গেট খুলে দেখি পেছন দিকের দরজার নিচে ফাঁকা। ভেতরে প্রবেশ করার পর চুরির বিষয়টি নিশ্চিত হয়। আজিজুল ইসলাম আরো জানান এখানে নৈশপ্রহরী না থাকলেও কারখানার সামনে অবস্থিত বিসিক শিল্পনগরী দুইজন নৈশপ্রহরী রয়েছে।