বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বলিয়ারপুর গ্রামে আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনাসভায় এ কমিটির অনুমোদন দেয়া হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ৫১ সদস্য বিশিষ্ট এই ওয়ার্ড কমিটির অনুমোদন দেন। ৮নং ওয়ার্ড (বলিয়ারপুর গাবতলা পাড়ায়) আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম ও আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ প্রশাসক আলহাজ গোলাম রসুল বক্তব্য রাখেন। প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে থানা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, আলাউদ্দীন ম-ল সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আ.লীগের সহসভাপতি আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ মোজাম্মেল হক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াসীম হোসেন স্বপনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ