মেহেরপুর অফিস: মেহেরপুর টাউন ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযানে সিয়াম ও আকাশ নামের দুই মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাদের নিকট থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। রোববার দিবাগত রাতে মেহেরপুর টাউন পুলিশ ফাঁড়ির এসআই আবুল হোসেনের নেতৃত্বে শহরের গড়পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় স্টেডিয়ামপাড়ার আশরাফুল ইসলামের ছেলে সিয়াম এবং গড়পাড়ার ডলার ইসলামের ছেলে আকাশকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।