মেহেরপুর অফিস: মেহেরপুর টাউন পুলিশ ফাঁড়ির পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মিকাইল হোসেন ও আবু বক্কর ইলু নামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিকাইল ও আবু বক্কারকে গ্রেফতার করে ফাঁড়ি পুলিশ। মিকাইল মেহেরপুর শহরের মাঠপাড়ার আব্দুল্লাহর ছেলে। আর আবু বক্কর ইলু নতুনপাড়ার মোমিন সরদারের ছেলে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর টাউন ফাঁড়ি পুলিশের এসআই আবুল হাসেমের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ