মেহেরপুর অফিস: বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা মেহেরপুর জেলা শাখার সদস্য আনোয়ার হোসেনকে জেলা কমিটির সদস্য থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা মেহেরপুর জেলা শাখার সভাপতি ক্যাপ্টেন (অবঃ) মোঃ আব্দুল মালেক স্বাক্ষরিত পত্র এ তথ্য জানা যায়। পত্রে উল্লেখ করা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ অত্র সংস্থার গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের জন্য তাকে বহিষ্কার করা হয়। আনোয়ার হোসেন মেহেরপুর সদর উপজেলা দিঘীরপাড়া গ্রামের আয়ুব হোসেনের ছেলে এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরের ল্যান্স কর্পোরাল হিসেবে কর্মরত থাকার পর অবসর গ্রহণ করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ