মেহেরপুর পৌর শাখা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কমিটি গঠন
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে আলোচনাসভা শেষে মেহেরপুর পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন নুরুল আহমেদ, সাইদুর রহমান, মুখলেসুর রহমান খোকন, সৈয়দ এহসানুল কবীর আরিফ, সাংবাদিক আল আমিন হোসেন প্রমুখ। পরে নুরুল আহমদকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান বিপ্লবকে সাধারণ সম্পাদক করে মেহেরপুর পৌর শাখা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।