মেহেরপুর অফিস: মেহেরপুর প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে মেহেরপুরের পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে পৌর মেয়র মাহফুজুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়। প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. এম এ বাশারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম, সদস্য কে এম ফজলুল করিম, মীর রওশন আলী মনা, নুরুল ইসলাম প্রমুখ। পরে প্রবীণ হিতৈষী সংঘের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়।