মেহেরপুর অফিস: আসন্ন মেহেরপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটনের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে এ পথসভা করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগ। পথসভায় মাহফুজুর রহমান রিটন উন্নয়নের ধারা বজায় রাখতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নৌকা প্রতীককে বিজয়ী করার অনুরোধ জানান। এছাড়া পৌরসভার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হতে চান। এছাড়াও পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, দফতর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খ.ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ।