মেহেরপুর অফিস: করোনা ভাইরাসের পাশাপাশি সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে এমন সন্দেহ এবং মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় মেহেরপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে “সচেতন হই নিজে বাঁচি, অপরকে বাঁচাই” এ সেøাগানে মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কোর্টপাড়া ও বোসপাড়াসহ বিভিন্ন এলাকায় চলমান ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে পৌরসভা। মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন জানান, পৌরসভার পক্ষ হতে মানুষকে সচেতন করার পাশাপাশি মশা নিধনে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। পৌরসভার ফগার মেশিন ব্যবহার করে মশা নিধনে কাজ চলমান রয়েছে। পৌর মেয়র আরও জানান, উন্নতমানের মশক নিধন ওষুধ স্প্রে করে মশা নিধন করা হচ্ছে। তিনি পৌরবাসীর প্রত্যেককে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ